২৯ ডিসেম্বর ২০২৫

জামিন পেলেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক »

অবশেষে খানিক স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে এ অভিনেত্রীর।

সোমবার দিল্লির পাতিয়ালা কোর্টে আইনজীবীদের মতো সাদা শার্ট এবং কালো ট্রাউজার পরে আদালতে যান তিনি। যার কারণে চেনা যায়নি তাকে। তার সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্ত এগিয়ে নিয়ে চলেছে ইডি। তার মধ্যেই ৩৭ বছর বয়সী জ্যাকুলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করা হয়। তবে একাধিক শর্ত দেয়া হয়েছে আদালতের তরফ থেকে।

তারমধ্যে অন্যতম হলো- কোনোভাবেই অন্য দেশে যেতে পারবেন না জ্যাকুলিন। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রচুর ধনদৌলত থাকায় বলিউডের অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন সুকেশ।

এই ফাঁদে জড়িয়ে পড়েন জ্যাকুলিনও। সুকেশের কথায় নায়িকা এতটাই প্রভাবিত হন যে, তাকে বিশ্বাসও করতে শুরু করেন। সেই সূত্রেই সুকেশকে ‘কাছের মানুষ’ ভাবেন জ্যাকুলিন। তাকে বিয়ে করার কথাও ভেবেছিলেন বলে তদন্তকারীদের দাবি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ