বাংলাধারা ডেস্ক »
তৈরী পোশাক শিল্পের স্বপ্নদ্রষ্টা ও দেশ গার্মেন্টস্ট লি. এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম এম. নূরুল কাদের, বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও ভেলিয়েন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মরহুম মাহাবুব আলী, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক ও নীড গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মরহুম জাফর উল্ল্যাহ খান, এমটিএস গার্মেন্টস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র প্রবীণ সদস্য মরহুম এম.এ. নবীসহ বিজিএমইএ পরিবারের অন্যান্য সকল প্রয়াত সম্মানিত সদস্য/সদস্যার রুহের মাগফেরাত কামনায় বিজিএমইএ’র উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর খুলশীস্থ বিজিএমইএ ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, এ.এম. শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম. এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা (কায়সার) এবং প্রাক্তন ১ম সহ-সভাপতি এরশাদ উল্লাহ, প্রাক্তন পরিচালক এমদাদুল হক চৌধুরী, নাফিদ নবী, মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরীসহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব, দেশ গার্মেন্টস লি. এর প্রতিষ্ঠাতা মরহুম নূরুল কাদের বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অগ্রদূত ও আলোর দিশারী। তাঁর হাত ধরেই বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টিকারী তৈরি পোশাক শিল্প আজ বাংলাদেশের বৃহত্তর রপ্তানিখাতে পরিণত হয়েছে। জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে তাঁর অসামান্য অবদানকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন।
পোশাক শিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় বিশেষ করে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস্ট সংশ্লিষ্ট পোশাক শিল্পের কার্যক্রম সহজীকরণে বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি মরহুম মাহাবুব আলী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিজিএমইএ কে একটি দৃঢ় সাংগঠনিক ভিত্তি প্রদানে তিনি চৌকষ দক্ষতা ও বিচক্ষণতা স্মরণীয় হয়ে আছে। তিনি প্রাক্তন পরিচালক মরহুম জাফর উল্লাহ খাঁন ও সদ্য প্রয়াত বিজিএমইএ’র প্রবীন সদস্য এমটিএস গার্মেন্টস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মরহুম এম.এ. নবী সহ প্রয়াত সকল বিজিএমইএ নেতৃবৃন্দের অবদান কৃতজ্ঞতার সহিত স্মরণ করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।
বিজিএমইএ’র ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব আবদুল হালিম দোভাষ’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এমডি.এম মহিউদ্দিন চৌধুরী, মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ, মরহুম নূরুল কাদের খাঁনের সহধর্মীনি দেশ গার্মেন্টস লি. এর চেয়ারম্যান রোকেয়া কাদের, এমটিএস গার্মেন্টস লি. এর পরিচালক মোহাম্মদ আজম প্রমুখ।
পরিশেষে বিজিএমইএ’র প্রয়াত নেতৃবৃন্দ ও পোশাক শিল্পের মালিকবৃন্দের রুহেুর মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।













