১১ নভেম্বর ২০২৫

বান্দরবানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি »

‌‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহনেওয়াজ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অনুষ্ঠানে জেলা প্রশাসন আয়োজনের ও ডিস্ট্রিক পলিসি ফোরামের সহযোগিতায় এই দিবস পালিত হয়।

এসময় তথ্য অধিকারের আইনের সংবিধান উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি।

মুক্ত আলোচনা মঞ্চে বক্তব্যে রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ডা শেখ ছাদেক,ডিস্ট্রিক্ট পলিসি ফোরামে সভাপতি অংচ মং মারমাসহ অনেকে।

বক্তব্যে ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, তথ্য অধিকার আইন জনগণের কল্যাণে প্রণীত। তথ্যের অবাধ প্রকাশ জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে।

তিনি আরো বলেন, তথ্য অধিকার আইন হলো এমন একটি আইন যা জনগণ সরকারের উপর প্রয়োগ করে। এই আইন সর্ম্পকে সকলকে জানানোর জন্য সরকারিভাবে সারা বছর প্রশিক্ষণের ব্যবস্থা করে জেলা প্রশাসন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে জনগণের তথ্য অধিকার সর্ম্পকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ