কর্ণফুলী প্রতিনিধি »
পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে কর্ণফুলী উপজেলায় স্বাগত র্যালি ও সমাবেশ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।
মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলা শাখার ব্যবস্থাপনায় এ স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাউছিয়া কমিটি কর্ণফুলী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ।
উদ্বোধক ছিলেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদার।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াছ মুন্সী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, হাজী মো. আজাদ মিয়া, মাওলানা নুর মোহাম্মদ কাদেরী, মোহাম্মদ ইউনুছ, নুরুল আবছার আজাদ, মাওলানা গাজী ইসহাক, কর্ণফুলী মানবিক টিমের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সাজিদ, মাওলানা আহমদ হোসেন নেজামী, মাওলানা আবু সাদেক আল কাদেরী, মাওলানা সরোয়ার আলম আল কাদেরী, মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘মাহে রবিউল আউয়াল সমাগত, এ মাসে পৃথিবীর বুকে শুভ আগমন করেন নবী রাহমাতুলিল আলামিন হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানবজাতির জন্য রহমত নয়, তিনি পুরো সৃষ্টির জন্য রহমত স্বরূপ হয়ে এসেছিলেন। তার আগমনের এই মাসে বিশ্বের সকল মুসলিম উম্মাহ খুশি উদযাপন করে থাকেন, তারাই ধারাবাহিকতায় গাউছিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে আজকের এই স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।’
তিনি র্যালিতে অংশগ্রহকারী সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রবিউল আওয়াল মাসের শুভেচ্ছা জানান এবং আগামী ৯ রবিউল আউয়াল ঢাকায় ও ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে আওলাদে রাসূল, হযরত সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.য়া.)’র ছদারতে বাংলাদেশে ৫০তম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের বৃহত্তম ঐতিহাসিক জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’তে উপস্থিত হয়ে সফল ও সার্থক করার অনুরোধ জানান।













