বাংলাধারা প্রতিবেদক »
‘দেশের মানুষের ন্যায় বিচার পাওয়া সাংবিধানিক অধিকার, এই অধিকার থেকে কোনো ভাবেই খর্ব করা যাবে না, বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে আইনি সহায়তা দেওয়ার জন্য এই লিগ্যাল এইডে অর্থ দিয়ে সার্বিক ব্যবস্থাপনা করেছে বিচারক হিসেবে সরকারের এই সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছানো আমাদের দায়িত্ব।’
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জেলা জজ সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইডের সভায় লিগ্যাল এইড সভাপতি জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এএসএম সফিউল্লাহ বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষা ও দুষ্টের দমন সৃষ্টির লালন— এই প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার পুলিশের সক্ষমতা ও আধুনিকায়ন’র ব্যাপক কর্মসূচি নিয়েছেন। হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার প্রাপ্তিতে কাজ করে যাচ্ছেন। থানা ও এলাকা ভিত্তিক সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধি ও সরকারের অন্যান্য সংস্থা সমূহকে সাথে নিয়ে আমরা কাজ করছি।’
জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘আইনের শাসন ন্যায় বিচার ও সাংবিধানিক নির্দেশনা মেনেই আমাদের কাজ করতে হবে। উদ্যমী একঝাঁক সৃষ্টিশীল আইনজীবী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দিতে প্রস্তুত আছে। যেখানেই আইনের ব্যত্যয় ঘটবে বা ঘটানোর চেষ্টা চলবে সেখানেই আইন প্রয়োগকারী সংস্থার আইন গত পদক্ষেপ নিতে প্রস্তুত। বর্তমান সরকার অনাথ শিশু কিশোর এবং নাগরিকদের অন্ন বস্ত্র বাসস্থান ও চিকিৎসাসহ সকল প্রকার নিবারণে জেলা থানা ওয়ার্ড ভিত্তিক অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন। যাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই রাষ্ট্র তাদের দায়িত্ব নিতে বদ্ধপরিকর।’
সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি, চীফ মেট্রোলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম, আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, জেলা সমাজ সেবা উপ-পরিচালক ফরিদুল আলম, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক মাধবী বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হায়দার, ব্লাস্ট সমন্বয়কারী অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ খায়রুল আমিন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার নাইমা ইসলাম প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রাজিয়া সুলতানা।













