৯ নভেম্বর ২০২৫

রাঙামাটি কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটি কৃষক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে এই ত্রি-বার্ষিকী সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র।

রাঙামাটি কৃষক লীগের সভাপতি জাহিদ আকতারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সম্মেলন প্রধানবক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম এমপি।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের আহবায়ক আকবর আলী চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সহ কৃষক লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষকলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। কৃষকলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ও আর্দশের সোনার বাংলা বিনির্মানের কাজ করছে। সু-সংগঠিত কৃষকলীগ সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করাসহ আওয়ামী লীগের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যে কোন কর্মসূচি বাস্তবায়নে আওয়ামী লীগের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ