বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চল্লিশের অধিক গ্রন্থের প্রণেতা বিশিষ্ট লেখক দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন এবং সুস্বাস্থ্য কামনা করে মোনাজ করা হয়।
সংগঠনটির সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী প্রয়াসের সঞ্চালনায় উপস্থিত বক্তারা বলেন, ‘শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর সুদূরপ্রসারী উন্নয়ন চিন্তা ও সুদৃঢ় লক্ষ্যের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে নতুন করে সমাদৃত হচ্ছে। তার দেশাত্ববোধ ও শিল্পবান্ধব নীতির কারণেই সর্বক্ষেত্রে মননশীল ও সৃজনশীল পথ অবারিত হয়েছে।’
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রেহেনা চৌধুরী, মিজানুর রহমান শামীম, সহ-সাধারণ সম্পাদক গোফরান উদ্দিন টিটু, আলমগীর শিপন, অর্থ সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আনিস সুজন, সদস্য ফারুক হাসান, মোহাম্মদ জাহেদ, হাবিবুর রহমান কিশোর প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা হয় ও শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।













