বাংলাধারা প্রতিবেদক »
একসময়ের চট্টগ্রামের ভোগ্যপণ্যের বনেদি ব্যবসায়ী নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
শনিবার (১ সেপ্টেম্বর) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর ২৬৮ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে সাউথইস্ট ব্যাংক জুবলী রোড শাখার দায়ের করা মামলায় নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানসহ দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ১৬ সেপ্টেম্বর টিপু সুলতানসহ নুরজাহান গ্রুপের ছয় কর্মকর্তার পাসপোর্ট জব্দেরও নির্দেশ দেন চট্টগ্রামের অর্থ ঋণ আদালত। সাউথইস্ট ব্যাংকের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
গত ১১ আগস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ ও টিপু সুলতানকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। বাংলাদেশ কমার্স ব্যাংক দেওয়ানহাট শাখার ছয় কোটি টাকার ঋণের বিপরীতে করা মামলায় আদালত এ রায় দেন।
এছাড়া ১০ ফেব্রুয়ারি ঋণ খেলাপির অভিযোগে নুরজাহান গ্রুপের তিন কর্ণধারকে পাঁচ মাসের আটকাদেশ দেন আদালত। চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আটকাদেশ দেন। ৩২৫ কোটি ৮৪ লাখ টাকা খেলাপি ঋণের অভিযোগে জনতা ব্যাংকের দায়ের করা মামলায় শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আটকাদেশ প্রাপ্তরা হলেন নুরজাহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ, পরিচালক টিপু সুলতান এবং ফরহাদ মনোয়ার।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ২০ মামলার ১৭টিতে তার বিরুদ্ধে সাজা রয়েছে।’
তিনি বলেন, ‘এসব মামলায়ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে খুলশী থানায় সাতটি রয়েছে। সবকটি মামলায় আদালত কর্তৃক তার সাজা হয়েছে। এছাড়া পাঁচলাইশ থানায় ৯টি, কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে।’
অধিকাংশই ব্যাংকের ঋণ খেলাপি সংক্রান্ত মামলা বলে জানান তিনি।













