২৮ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর মো. শহিদুল্লাহ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সকাল ৬ টার দিকে উপজেলার শিলক ভান্ডারী-করাত কলের সামনে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে স্থানীয় বন্ধুদের সাথে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মো. শহিদুল্লাহ।

তিনি উপজেলার কোদালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফজল আহমদের ছেলে। শহিদুল্লাহ পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে মাছ ধরার সময় জেলের একটি দল তাদের ইট-পাথর নিক্ষেপ করে। এসময় সবাই নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে কূলে আসতে পারলেও শহিদুল্লাহ আসেনি।

তার পিতা ফজল আহমদ বলেন, গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সে নদীতে মাছ ধরতে যাবে বলে বের হয়েছে। আমি ছেলেকে বের হতে নিষেধ করলেও, ছেলের সাথে আরও ৮ জন বন্ধু যাবে বলে জানিয়েছে। তারপর দিন সকাল ৭টার দিকে তার একজন বন্ধুর মা আমাকে এসব নিখোঁজের বিষয়ে জানায়।

তিনি বলেন, যদি আমাকে রাতে বলত, আমি স্থানীয়দের নিয়ে খুঁজে বের করার চেষ্টা করতাম। পরে এলাকার লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাইনি।

এমনকি শুক্রবার রাতে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ডুবরি দল তার লাশ উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, লাশ ভাসমান অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। নিহতের শরীরে বিভিন্ন ক্ষত ও আঘাতের চিহ্ন রয়েছে। যা সন্দেহজনক। ময়না তদন্ত করে পরিবারকে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন