১৭ ডিসেম্বর ২০২৫

মুক্তিপণে ছাড়া পেল টেকনাফের অপহৃত দুই কৃষক

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত দুই কৃষক ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে তারা ফিরে আসেন বলে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

ফিরে আসা কৃষকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর নজির আহমদ এবং তার ছেলে মোহাম্মদ হোসেন।

চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, গত বৃহস্পতিবার ভোরে মরিচ্যাঘোনা এলাকার শস্যক্ষেতে কাজ করছিলেন নজির আহমদ, মোহাম্মদ হোসেন, শাহজাহান, মেহেদীসহ কয়েকজন। তখন অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের পাহাড়ি এলাকায় নিয়ে গেলে আরেকটি দুর্বৃত্ত দলের মুখোমুখি হয় অপহরণকারীরা। এ সময় উভয় পক্ষে গোলাগুলি শুরু হলে শাহজাহান ও মেহেদী পালিয়ে আসেন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শাহজাহান আহত হন। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপহৃতরা বাড়ি ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, মূলতো বিষয়টি অপহরণ নয়। গরু ব্যবসার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ দুজনকে জিম্মি করা হয়েছিল। পরে এদের ছেড়ে দেওয়া হয়। জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ