মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই উপজেলার ভিবিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহববুব রহমান রুহেল। এসময় দুর্গাপূজা উপলক্ষে চলমান প্রস্তুতি, নিরাপত্তা ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।
মঙ্গলবার (৪ অক্টোবর)সন্ধ্যা রাত থেকে মিরসরাইয়ের ভিবিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনপ্রতনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নিয়ে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় রুহেল বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আপনাদের মাঝে এসেছি। করোনার সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।সরকারি নির্দেশনা মেনে না চললে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।’
হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের খোঁজ খবর নেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।













