১৬ ডিসেম্বর ২০২৫

৫০ হাজার পিচ ইয়াবাসহ ট্রাকের ড্রাইভার-হেলপার আটক

59219940 445799832835638 784918222670397440 n

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কর্ণফুলী থানাধীন ইউনুস বাজার সংলগ্ন নতুন ব্রিজ এলাকা থেকে ৪৯হাজার ৬ শ‘ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শুক্রবার ( ৩ মে ) দিাবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ফরিদপুর জেলার মোঃ আজগর শেখের ছেলে মোঃ সাবদুল শেখ (৩৯) ও মৃত নুর মোহাম্মদের ছেলে নুর আমিন (২০)।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদে জানতে পারি কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার দিকে যাচ্ছে।

আমাদের একটি দল চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজের দক্ষিন পাশে ইউনুস মার্কেটর সামনে পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এ সময় আসামীরা গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের কে আটক করা হয়।

তিনি বলেন, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ট্রাকের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪৯হাজার ৬ শ‘ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যাই। জানা যায় গ্রেফতারকৃত আসামীরা পন্য পরিবহনের আড়ালে কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্য কিনে ট্রাকের মাধ্যমে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ