২৪ অক্টোবর ২০২৫

দৌছড়ি ইউপি চেয়ারম্যানের ইন্ধনে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর ওপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (৮ অক্টোবর) বিকালে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের গুরুন্ন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি সংবাদ সংগ্রহের জন্য দৌছড়ি যান জয়নাল আবেদীন টুক্কুসহ বেশ কয়েকজন সাংবাদিক। ঘটনাস্থলে পৌঁছালে সেখানকার ইউপি চেয়ারম্যান মো. ইমরানের ইন্ধনে ৪নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হোসেন মেম্বারের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী সাংবাদিক জয়নালের ওপর অতর্কিত হামলা চালায়। টুক্কুর ওপর তারা তিন দফায় হামলা চালায়। পরে অপর সাংবাদিকরা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. ইমরান ও ইউপি সদস্য মো. হোসেন।

এদিকে, সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকের ওপর পরিকল্পিত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর ওপর হামলার ঘটনা তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। নয়তো সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা জনান, সাংবাদিক জয়নাল আবেদীন টক্কুর ওপর হামলার ঘটনার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন