২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস

তিন দিন

বাংলাধারা প্রতিবেদক »

আজ শনিবার চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এসময় চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪২ ঘণ্টা পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া চিত্রের বিবরণে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ
দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-১৫ কি. মি বেগে যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩৫-৪০ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন