কর্ণফুলী প্রতিনিধি »
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুত্বর আহতের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাবের চেয়ারম্যানের বাড়ি এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মো. খোরশেদ আলমের স্ত্রী খোরশিদা বেগম স্বামীর সাথে তার বাপের বাড়িতে যায়। পরে জমির দখলকে কেন্দ্র করে তার চাচাতো ভাই আব্দুস সাত্তার (৪০) ক্ষিপ্ত হয়ে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পড়ে রামদা চাপাতি ও লাঠি নিয়ে মারামারি সূত্রপাত শুরু হয়।
হামলায় আহত হন— মো. খোরশেদ আলম (প্রকাশ) আলম মিস্ত্রি (৪৮), সিদ্দিক আহমদ (৩৫), খোরশিদা বেগম (৪০), মনোয়ারা বেগম (২৮), এবং তাসলিমা আক্তার (২২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়, পরে হামলায় আহতদের পক্ষে আলমাস খাতুন (৫৮) কর্ণফুলী থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করেন।
কর্ণফুলী থানার এসআই মো. আমির বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে আহতদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।













