২৪ অক্টোবর ২০২৫

ইনানীর সী পার্লের সুইমিংপুলে ডুবে পর্যটক শিশুর সলিল সমাধি

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

ইনানীর তারকা হোটেল কক্সবাজার সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা’র সুইমিংপুলের পানিতে ডুবে মারিয়া চৌধুরী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে হোটেলটি পরিচালনায় নিরাপত্তাসহ অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিষাদে রূপ নিয়েছে মারিয়া পরিবারের আনন্দ ভ্রমণ।

সলিল সমাধি হওয়া শিশু মারিয়া চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মুজিবুর রহমানের মেয়ে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে মুজিবুর রহমান দম্পতি স্বপরিবারে কক্সবাজার বেড়াতে এসে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা’ হোটেলে উঠেন। সন্ধ্যায় সুইমিংপুলে গোসল করতে নেমে সবার অগোচরে শিশুটি ডুবে যায়। বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেছে বলে জেনেছি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এএসআই রিপন জানান, শুক্রবার সন্ধ্যায় ইনানী থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই মরদেহটি হাসপাতালে মর্গে রাখা হয়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে হোটেল কক্সবাজার সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা’র সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) নাভিদ আহসান চৌধুরী বলেছেন, এরকম কিছু একটা ঘটেছে, তবে তা সবিস্তারে জানবেন আমাদের নিরাপত্তা কর্মকর্তা, ওনার সাথে কথা বলেন। পরে ওনার নাম্বারটি বা প্রতিবেদকে কল দেয়ার অনুরোধ করলে, ব্যবস্থা করছি বলে আর কোন রিপলে দেননি তিনি।

আরও পড়ুন