২৪ অক্টোবর ২০২৫

নিউ অলংকার ফার্মেসীর ফ্রিজে ওষুধের সঙ্গে ছিল কাঁচা মাছ-মাংস, জরিমানা ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে দুটি ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ অক্টোবর) সকালে অলংকার বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

নাসরিন আক্তার বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ, কাটা ঔষধ ও ডিপফ্রিজে ওষুধের সাথে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করার অপরাধে নিউ অলংকার ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এছাড়া মোহাম্মীদীয়া ফার্মেসী মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এসময় অভিযানে উপস্থিত থেকে সহযোগীতা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি চৌকস টিম।

বাংলাধারা/এনএ

আরও পড়ুন