বোয়ালখালী প্রতিনিধি »
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং প্রতিবেদন তৈরিতে আগ্রহী করতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়ায় তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রোববার (৯ অক্টোবর) সাতকানিয়া প্রেস ক্লাবের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের নিয়ে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালে এ কর্মশালার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।
সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের ও পিআইবির সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদ।
কর্মশালায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সাংবাদিক আনিস আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।
এ কর্মশালায় দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীসহ সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও আনোয়ারা উপজেলায় কর্মরত ৩৫ জন সাংবাদকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সাংসদ নজরুল ইসলাম।













