২৪ অক্টোবর ২০২৫

২৯৭ বোতল ফেন্সিডিলসহ ২ যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদন »

ফেনীতে অভিযান চালিয়ে ২৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়েছে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ফেনী মডেল থানার ফতেহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো— মিরসরাই থানার পূর্ব মায়ানী এলাকার মো. জাকির হোসেনের ছেলে আব্দুল্লা আল নোমান (২৫), আশরাফ উদ্দিন সাকিল (২১), সীতাকুণ্ড থানার বারোবকুণ্ড এলাকার মৃত নূর নবীর ছেলে আশরাফ উদ্দিন সাকিল (২১)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চারিয়ে ফেনী মডেল থানার ফতেহপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে ২৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাদের আটক করে র‌্যাব।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলেন জানান র‌্যাবের এই কর্মকর্তা।

উদ্ধার মাদকদ্রব্য ও আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন