২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বন্দরে বিডারদের ‘প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচি’

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম বন্দরে বিডারদের সাথে নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে ‘প্রতিবাদ ও গণাস্বাক্ষর কর্মসূচি’ পালন করেছে কাস্টমস্ নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতি। এছাড়া তার (ডেপুটি কমিশনার) বিরুদ্দে বিডারদের সাথে নিয়মিত মাসিক বৈঠক না করা, টেন্ডার সেল এ নতুন পণ্য না থাকার অভিযোগও তুলেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পোর্ট কলোনী এলাকার কাস্টম নিলাম শাখায় এ কর্মসূচি পালিত হয়।

এসময় কাস্টমস্ নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বলেন, ‘আমরা কয়েকবার ডিসির সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি আড়াই ঘণ্টা আমাকে অপেক্ষায় রেখেছেন— এমন আচরণ যদি সাধারণ বিডাদের সাথে ঘটে, তাহলে বিষয়টি কেমন দাঁড়াবে? উনার কাছে যদি আমাদের বক্তব্যই রাখতে না পারি তাহলে আমরা কি করবো?’

এছাড়া সাধারণ সম্পাদক মো. এয়াকুব চেীধুরী বলেন, ‘আমাদেরকে নিয়েই ডিসির ব্যাবসা, উনিই যদি আমাদের সহযোগিতা না করে তো আমরা কার সাথে ব্যাবসা করবো? ওনি সুনির্দিষ্ট কয়েকটা কোম্পানিকে লিস্ট করে পণ্যগুলো ওদের মাধ্যামে বিক্রি করার চেষ্টা করছে।’

কাস্টমস্ নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য মোরশেদ আক্তার চেীধুরী বলেন, ‘আমাদের দাবিগুলো মেনে না নিলে আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলন করবো।’

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাস্টমস্ নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ফেরদৈাস আলম, সাধারণ সম্পাদক মো. এয়াকুব চেীধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রফিক, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আবদুল করিম মিঠু এবং নিবার্হী সদস্য আবছারুদ্দিন মিটু, মো. সাহেদুর রহমান, মো. হাবিবুর রহমান এবং সমিতির অন্যান্য বিডাররা।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন