৯ নভেম্বর ২০২৫

বাড়ির ছাদে জমে ছিল পানি, ৩ ভবন মালিককে ৬৫ হাজার জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

নগরের খুলশী এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় বাড়ির ছাদবাগানে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ৩ ভবন মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১৬ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

তিনি বলেন, আজ নিয়মিত ডেঙ্গু বিরোধী অভিযানের অংশ হিসেবে খুলশীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হত। এসময় জমাটবদ্ধ পানির উৎস থাকায় ৩ ভবন মালিককে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ