হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।
এ সময় উপজেলা হাসপাতাল গেট এলাকায় মেডিকেল হলকে ৫ হাজার, ইসলাম ফার্মেসি ৫ হাজার, মক্কা মেডিসিন হাউস ১৫ হাজার, নিউ ইহসান মেডিসিন হল ২০ হাজার, চৈতী ফার্মেসি ২৫ হাজার, ঝিনুক ফার্মেসি ৬ হাজার, ইহসান মেডিসিন ১৫ হাজার, সিরাজুদ্দৌলা ফার্মেসি ১২ হাজার, আল মদিনা ফার্মেসি ৮ হাজার, বাংলাদেশ মেডিকেল ৫০ হাজার, টিটু ফার্মেসি ১৫ হাজার টাকাসহ সর্বমোট ১১টি দোকানে ১ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন ফার্মেসিতে নানাবিধ অনিয়ম তথ্য আসার পর অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও ড্রাগ লাইসেন্স না থাকা/ নবায়ন না করা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অপরাধে ওষুধ আইন-১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১ লাখ ৭৬ হাজার টাকা দাণ্ডারোপ করে তা ডিসিআর মূলে আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. শাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও তার সঙ্গীয় ফোর্স।













