৯ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় ভোট কারচুপির অভিযোগ পরাজিত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়ায় ভোট কারচুপির অভিযোগ এনেছে অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচন করা পরাজিত প্রার্থী আনোয়ার কামাল। তিনি পেয়েছেন ৫৩ ভোট। ঘুড়ি প্রতীকে ৬৫ ভোট পেয়ে ওই উপজেলায় বিজয়ী হয়েছেন মোহাম্মদ এরফানুল আলম চৌধুরী।

সোমবার (১৭ অক্টোবর) লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অটোরিকশা প্রতীকে নির্বাচন করা প্রার্থী আনোয়ার কামাল অভিযোগ করে বলেন, গণনা শুরুর পর আমার এজেন্ট স্ক্রিনে দেখলো চেয়ারম্যান এবং মহিলা সদস্যের ভোট সংখ্যা দেখা গেলেও পুরুষ সদস্যের কিছুই নেই। এরপর মহিলা বুথে গিয়েও দেখা গেল একই অবস্থা। সেখানেও চেয়ারম্যান এবং মহিলা সদস্যের প্রাপ্ত ভোট সংখ্যা দেখা যাচ্ছে কিন্তু পুরুষ সদস্যের টা দেখা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘আমার এজেন্ট বলেছিলো পুরুষ বুথ এবং মহিলা বুথের রেজাল্ট আলাদা আলাদা দেন। কিন্তু প্রিজাইডিং অফিসার দেয়নি। তারা দুটো মিলিয়ে একটা রেজলাট দিয়েছে। যার ফলে আমার এজেন্ট স্বাক্ষর করেনি।’

আনোয়ার কামাল বলেন, ‘আমার অভিযোগটি হচ্ছে- চেয়ারম্যান এবং মহিলা সদস্যের সবকিছু যদি মনিটরে শো করে তাহলে পুরুষ সদস্য প্রার্থীর রেজাল্ট কেন মনিটরে শো করলো না? আবার মহিলা বুথে গিয়েও একই অবস্থা দেখা গেছে। দুই মনিটরে পুরুষ সদস্যের ভোট সংখ্যা মনিটরে দেখালো না।’

প্রিজাইডিং অফিসার এসএম মনির উদ্দিন এসকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভোট শতভাগ সুষ্ঠ হয়েছে। কোন কারচুপি করার সুযোগ এখানে নেই। সম্পূর্ণ ইলেক্ট্রনিকভাবে হয়েছে। শুধু একটি ভোট বাতিল হয়েছে। ইভিএমে একটি লাল বাটন আছে। যেখানে ক্লিক করা মানে আমি কাউকে ভোট দিলাম না। ভোট বাতিল করার সুযোগ আছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ