সীতাকুণ্ড প্রতিনিধি »
এনজিও থেকে লোন নিয়ে দুটি গরু কিনলেন হতদরিদ্র ইসমাইল। কিন্তু সেই গরু চুরি হয়ে যাওয়ায় কান্না থামছে না সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নতুনপাড়া গ্রামের দিনমজুর ইসমাইলের।
জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রোববারও গোয়াল ঘরে বেঁধে খাবার পানি দিয়ে ঘুমিয়ে পড়লে রাতেই চুরি হয়ে যায় ওই দুই গরু। সকালে উঠে ঘোয়াল ঘর খালি দেখে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে গরু হারানোর বেদনায় আর্তনাদ করতে থাকে, থামছে না তার কান্না।
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নতুনপাড়া গ্রামের দিনমজুর ইসমাইল তার চুরি যাওয়া গরু উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ইসমাইল তার চুরি হওয়া গরু উদ্ধার করতে পুলিশ প্রশাসনের সহযোগীতা চান।













