২৪ অক্টোবর ২০২৫

‘শেখ রাসেল আমাদের চিরন্তন প্রেরণার উৎস’

বোয়ালখালী প্রতিনিধি »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, শেখ রাসেল অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বোয়ালখালীর কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, ১নং কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আজম শেফু।

আলোচনায় অংশ গ্রহণ করেন যুবলীগ নেতা জমিউল হুদা সোহেল, শিক্ষক দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, রাসেল আজ বেঁচে থাকলে আমরা হয়তো রাষ্ট্র পরিচালক হিসেবে দেখতে পেতাম। একাত্তরের পরাজিতদের প্রতিশোধ স্পৃহা কেড়ে নেয় ছোট্ট রাসেলকে। নিষ্পাপ রাসেলের আকুতি তাদের কর্ণকুহরে প্রবিষ্ট হয়নি। বিদ্যালয়ের ছাত্রী রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, অদিতি বিশ্বাস, স্নেহা চৌধুরী, উম্মে হাবিবা,ঊর্মিলা দত্ত, শাহীন আক্তার, প্রিমা দেওয়াঞ্জীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া জন্মদিনের কেক কেটে দোয়া ও মুনাজাত করা হয়।

আরও পড়ুন