বাংলাধারা ডেস্ক »
সহকর্মী ছুরিকাহত হওয়ার পর ধর্মঘটে গিয়েছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জের শ্রমিকরা; তাকে দিনভর অচল ছিল দেশের বড় পাইকারি বাজারের কার্যক্রম। দিনশেষে ব্যবসায়ীদের আশ্বাসে কাজে ফিরেছেন শ্রমিকরা।
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রাত ৮টার পর থেকে শ্রমিকরা মালামাল উঠানামাসহ বিভিন্ন কাজে যোগ দেন বলে জানিয়েছেন বৃহত্তর খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল কাদের জানিয়েছেন।
চট্টগ্রামের খাতুনগঞ্জে এক শ্রমিক ছুরিকাহত হওয়ার ঘটনায় তার সহকর্মীরা মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছিল।
সকাল থেকে বাজারের শ্রমিকদের এই কর্মসূচিতে পণ্য ওঠানামা ও সরবরাহের কাজ বন্ধ ছিল। ফলে স্থবির হয়ে পড়েছিল দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় এই পাইকারি বাজার।
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের পদক্ষেপ নিতে দাবি জানানো হয় বলে শ্রমিকরা জানিয়েছেন।
এদিকে হামলার ঘটনায় এক পিকআপচালককে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন আহত শ্রমিক মাসুদের ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা গণমাধ্যমকে বলেন, একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছে। হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।













