বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের তিনদিন পর কবিয়াল সরকার কমল দাশের (৬৬) লাশ পাওয়া গেছে একটি ডোবায়।
বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সারোয়াতলী ইমামুল্লাচর গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক মো. আলমগীর।
নিহত সরকার কমল দাশ সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইমামুল্লার চর গ্রামের মৃত সুধাংশু দাশের ছেলে। তিনি কবিগান করতেন।
এর আগে গত ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। পরে বাড়ি না ফেরায় তার ছেলে অন্তর দাশ থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন।
থানার উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহতের ছেলে অন্তর দাশ জানান, বাবা প্রতিদিনের ন্যায় রবিবার সকালে হাঁটতে বের হয়েছিলেন। এরপর সারাদিন তিনি বাড়ি ফেরেননি। তার মোবাইলটিও বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে তাঁকে না পেয়ে পরেরদিন ১৭ অক্টোবর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলাম।
বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে জ্বালা কুমারী মাতৃ মন্দিরের পাশের একটি ডোবায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন বলে জানান অন্তর দাশ।













