২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে ‘অতিরিক্ত মদপানে’ সাবেক গ্রাম পুলিশের মৃত্যু

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড সাবেক গ্রাম পুলিশ মংফুচিং মারমা (৪৮) নামে একজনের লাশ পাওয়া গেছে। স্থানীয়রা ধারনা করছেন, গত রাতে অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ইয়াংছা ক্যচিং পাড়ার বাসিন্দা মংক্যচিং মারমা’র ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এর মেম্বার মো. ইসমাইল মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, তিনি কিছুদিন ধরে ম্যালেরিয়া ও টাইফয়েড জ্বরে ভুগছিলেন নিয়মিত খাওয়া-দাওয়া না করে প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে থাকতেন। পরিবারের সদস্যদের কারো কথা শুনতেন না। পরিবারের সদস্যদের ধারনা অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ৭নম্বর ওয়ার্ড অংহ্লারী পাড়াস্থ রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দেয়।

লামা থানার ভারপ্রাপ্ত করকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশের কর্মকর্তা।

আরও পড়ুন