২৪ অক্টোবর ২০২৫

অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করে জরিমানা গুনল জিইসির লাজ ফার্মা

বাংলাধারা প্রতিবেদক »

নগরের জিইসি মোড়ের লাজ ফার্মা। অননুমোদিত বিদেশি ওষুধ, চকলেট ও প্রশাধনী সামগ্রী বিক্রি করে দীর্ঘদিন ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই তারা বিক্রি করতো ওষুধ! এসব অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করা হয়। এতে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদফতর ও বিএসটিআই।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অভিযানে লাজ ফার্মা থেকে বিপুল পরিমাণ অনিবন্ধিত বিদেশী ওষুধ, অনুমোদিত বিদেশী চকলেট ও বিদেশী প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়াও কোন রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই ওষুধ বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এসময় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওষুধ আইন, ১৯৪০ অনুযায়ী ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে যে বা যারা এভাবে বিদেশী প্রসাধনী সামগ্রী, শিশুখাদ্য ও ঔষধ আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন