হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে সিএনজি অটোরিকশার নিচে চাপা পড়ে নুরুন্নবী (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সময় চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি সড়কের আনিস প্যারারাল খাল সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নবী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড গুন্ডিশাহ মাজার এলাকার গলাচিপা বাড়ীর মৃত সিদ্দিক আহমদের পুত্র।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ৫ জন যাত্রী সহ হাটহাজারী মুখি চলন্ত সিএনজির সামনের চাকা ভেঙে উল্টে যায়। সামনে বসা নুরুন্নবী দুর্ঘটনা কবলিক যাত্রী সহ সিএনজির নিচে চাপা পড়ে। মুহুর্তেই স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পরিবার এসে মরদেহ নিয়ে যায় বলেও কর্তব্যরত চিকিৎসক জানান।
নাজিরহাট হাইওয়ে পুলিশ উপ পরিদর্শক শামীম আল রাজির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন দুর্ঘটনাটির বিষয়ে আমাদের জানা নেই।













