২৪ অক্টোবর ২০২৫

ট্রেনে পাথর নিক্ষেপ, মাথা ফাঁটল ৪ বছরের শিশুর

বাংলাধারা প্রতিবেদক »

চট্টলা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে মাথা ফেটেছে মো. ইব্রাহীম নামে ৪ বছরের এক শিশুর। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কদমতলী রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘সকালে চট্টলা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথারের আঘাতে কদমতলী রেল ক্রসিং এলাকায় এক শিশু আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

পাথারের আঘাতে শিশুটি মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়েছে বলেও জানান ওসি নাজিদ উদ্দিন।

আরও পড়ুন