বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৮ কিলোমিটার এলাকায় তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও ১৪ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন ধারায় অনাদায়ের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৪ অক্টোবর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এই রায় ঘোষণা দেন।
জেলা ও দায়রা জজ আদালতের মামলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, তিন গরুর ব্যবসায়ীকে হত্যার প্রমাণিত হওয়ার ১০ আসামিকে ফাঁসির রায় দিয়েছে আদালত। তবে আসামিরা পলাতক রয়েছে বলে জানান তিনি।
আসামিরা হলো— যোহান ত্রিপুরা (২০), ক্যহিন ত্রিপুরা (২২), জসিন ত্রিপুরা (২৫), জয় ত্রিপুরা (২৪), জর্জ ত্রিপুরা (২৮), শানি ত্রিপুরা (২০), সালাউ ত্রিপুরা (২২), সেনেন্দ্র ত্রিপুরা (২৭), যোসেফ ত্রিপুরা (২৫), শিগরাম ত্রিপুরা (৩৭)। তারা থানচি উপজেলার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, গেল ২০১৬ সালে গরুর কেনা কথা বলে ২৮ কিলোমিটার নামক স্থানে গহীন বনে নিয়ে গিয়ে তিনজন গরুর ব্যবসায়ীকে খুন করেন ওই ১০ জন আসামি। পরে ১০ জনের নামে থানচি থানায় অপহরণের মামলা দায় করা হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে যোহান ত্রিপুরা, ক্যহিন ত্রিপুরা ও জসিন ত্রিপুরাকে আটক করার পর জামিন নিয়ে পালিয়ে যায়। সকালে অভিযোগের প্রেক্ষিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসির রায় ঘোষণা দেন।













