কক্সবাজার প্রতিনিধি »
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারে ধমকা ও ঝড়ো হওয়া বইতে শুরু করেছে। থেমে থেমে চলছে বৃষ্টিপাতও। ফলে সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৩টা থেকে কক্সবাজার বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন।
গোলাম মোর্তজা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবহাওয়া বিবেচনায় পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, সোমবার ইউএস বাংলার একটি বিমান অবতরণে বিলম্ব হয়েছে। বাতাসের কারণে বিমানটি কক্সবাজারের আকাশে টানা ১ ঘণ্টার কাছা-কাছি চক্কর দিতে থাকে। ২টা ৫৫ মিনিটে পাইলট নিরাপদে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হন। অবতরণের পর বিমানে থাকা যাত্রীরা শোকরিয়া জ্ঞাপন করেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। বিমানে থাকা ৩৫ যাত্রীদের মাঝে বেশির ভাগ বিদেশী বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন।