২৪ অক্টোবর ২০২৫

সিত্রাং কাড়ল ৭ প্রাণ

বাংলাধারা ডেস্ক »

ঘুর্ণিঝড় সিত্রাং তাণ্ডবে গাছ ভেঙে পড়ে এবং দেয়াল ধসে দেশের চার জেলায় অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এর কয়েক ঘণ্টা আগে থেকেই ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণ শুরু হয় উপকূলের জেলাগুলোতে।

ভোলার দৌলতখান ও চরফ্যাশন এবং নড়াইলের লোহাগড়ায় গাছ ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লার নাঙ্গলকোটে ঝড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ যায় এক দম্পতি এবং তাদের চার বছরের শিশুর।

ঝড়ের সময় ঢাকার হাজারীবাগেও দেয়াল ধসে এক রিকশাচালকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীতে ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে।

আরও পড়ুন