২৪ অক্টোবর ২০২৫

স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দর, ভিড়ল ১৭ জাহাজ

বাংলাধারা ডেস্ক »

ঘূর্ণিঝড় সিত্রাং সংকট মোকাবিলা করে আবারও স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। সকাল থেকে এখন পর্যন্ত ১৭টি পণ্যবাহী জাহাজ জেটিতে ভেড়ানো হয়েছে। আর এ কাজে বন্দরের ৭টি টাগবোট সহায়তা করছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে আটটায় ‘এমভি হ্যাপি হিরো’ নামের একটি বাল্ক ক্যারিয়ার ভেড়ানোর মাধ্যমে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

এর আগে গতকাল সোমবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম বন্দর চ্যানেল নিরাপদ রাখার স্বার্থে জেটির সমুদ্রগামী জাহাজগুলো ঘূর্ণিঝড় আঘাত হানার আগে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, আবহাওয়া অধিদফতর সতর্কতা সংকেত নামানোর পর মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে বন্দরে জাহাজ ভিড়তে শুরু করেছে। কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম শুরু হয়েছে। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ১৭টি পণ্যবাহী জাহাজ বহির্নোঙর থেকে জিসিবি, এনসিটি, সিসিটিসহ বিভিন্ন বার্থে ভিড়ানোর পরিকল্পনা রয়েছে। এ কাজে বন্দরের ৭টি টাগবোট সহায়তা করছে।

আরও পড়ুন