২৪ অক্টোবর ২০২৫

সিত্রাং তাণ্ডবে ধসে পড়ল নির্মাণাধিন ভবনের দেয়াল, শিশুসহ আহত পাঁচ

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো দমকা হাওয়ায় কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন এক বিল্ডিংয়ের ছাঁদের উপরাংশ ধ্বসে পাশের বাড়ির চালে পড়েছে। এ ঘটনায় শিশুসহ ৫ জন গুরুত্ব আহত হয়েছে। নিম্মমানের কাজের কারণে এটি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বোদ্ধা মহল।

আহতরা হলো, টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজারে নুরুল হকের ছেলে আতাউর রহমান মহসিন (৩০) তার স্ত্রী সেলিনা আক্তার(২২) ও তাদের শিশু সন্তান মরিয়ম(২) এবং আব্দুল হকের মেয়ে মারিয়া হাসান (৮) ও নুরুল হকের মেয়ে তাসফিয়া হাসান(১১)।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বাজারে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা বাতাস আর বৃষ্টি হচ্ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে হোয়াইক্যং বাজারে অবস্থিত প্রিতম প্লাজা ভবনের ছাদেঁর উপরের নতুন করে তৈরি করা দেওয়াল ভেঙ্গে পাশের টিনের ঘরের চালে পড়ে বাড়িটি ধ্বসে যায়।

এসময় বাড়ি ভিতরে থাকা শিশুসহ আহত ৫জনকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতরা কক্সবাজারে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আতাউর রহমান মহসিনের পিতা নুরুল হক বলেন, হোয়াইক্যং বাজারের চারতলা প্রিতম প্লাজা ভবনের মালিক মোস্তফা কামাল চৌধুরী মুসা তার ভবনের ছাঁদের উপরে কোন প্রটেকশন ও পর্যাপ্ত সিমেন্ট, রড ছাড়াই ইটের গাঁথুনি দিচ্ছিলেন। যা কয়েকটি দমকা বাতাসের তোড়ে উপড়ে গিয়ে আমার বাড়ির উপরে পড়ে। ঘটনার আকস্মিকতায় আমার ছেলে ও নাতিসহ ৫জন গুরুতর আহত হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে ভবনের মালিক মোস্তফা কামাল চৌধুরী মুসার সাথে যোগাযোগ করা হলেও তার নিয়মিত নাম্বারটি বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী বলেন, হোয়াইক্যং বাজারের একটি বিল্ডিংয়ের ছাঁদের দেয়াল ভেঙ্গে পাশের বাড়িতে পড়ে ৫জন আহত হয়েছে বলে শুনেছি। আহতরা ও ভবন মালিক আত্মীয় বলে জেনেছি। সোমবার সারাদিন ও রাত সিত্রাং নিয়ে ব্যস্ত থাকায় এ দিকে মাথা দেয়া সম্ভব হয়নি। আজকে বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।

আরও পড়ুন