বাংলাধারা ডেস্ক »
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুতের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে লাইন বিচ্যুত হয়ে এখনও ৮০ লাখ গ্রাহক বিদ্যুতহীন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেছেন, আগামীকাল বুধবার (২৬ অক্টোবর) দুপুরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ মঙ্গলবার( ২৫ অক্টোবর) সচিবালয়ে এ সংক্রান্ত সংবাদ ব্রিফিং এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে আঘাত করেছে। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত করেছে। বিদ্যুতের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ট্রান্সমিশনে খুব ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। সেখানে গাছ উপরে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। অনেক স্থানে পুল ভেঙে গেছে। সবচেয়ে বিপদ হলো যেখানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে সেসব এলাকায় আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়েছে। কারণ দুর্ঘটনার শংকা থাকে।
নসরুল হামিদ জানান, বিতরণ সংস্থা আরইবি’র আওতায় ৬০ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন, বিপিডিপিতে ৭ লাখ গ্রাহক, ওজোপাডিকোর আওতায় ৬০ হাজার গ্রাহক এবং নেসকোতেও কিছু সংখ্যক গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছে। লাইন ঠিক না করা পর্যন্ত সেসব এলাকায় বিদ্যুৎ দেওয়া যাবে না।
কবে নাগাদ গ্রাহকরা বিদ্যুৎ পাবেন- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে মধ্যে ৭০% রিকোভার করতে পারবো। বাকি ৩০ ভাগ বুধবার (২৬ অক্টোবর) দুপুরের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, বিতরণ সংস্থার কর্মীরা দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলা, পটুয়াখালী, চাদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী চট্টগ্রামে। বেশ কিছু উপকেন্দ্রে পানি উঠে গেছে। ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এখন মূল টার্গেট কত দ্রুত গ্রাহক পর্যায়ে লাইন ঠিক করে সংযোগ দেওয়া যায়।













