সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী সাগর উপকূলের একটি জাহাজ ভাঙা কারখানার পাশে জোয়ারের পানিতে ভেসে আসা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তার অনুমানিক বয়স ৬-৭ মাস হতে পারে বলে জানিয়েছেন পুলিশ।
মঙ্গলবার সকালে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল সাগর উপকূল এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। শিশুটির কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় জাহাজ ভাঙা কারখানাটির কর্মকর্তারা জানান, সকালে দারোয়ানরা জোয়ারের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে কুমিরা নৌ পুলিশকে খবর দেয়। সকাল ১১ টায় নৌ পুলিশ ও স্হানীয় গাউছিয়া কমিটির সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কোথায়ও জলোচ্ছ্বাস বা জোয়ারের পানি বেড়ে গিয়ে ঘর ভেসে যাওয়ার কারণে শিশুটি পানিতে তলিয়ে গিয়ে এ ঘটনা ঘটতে পারে।
সীতাকুণ্ড কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এস আই মাহাবুবুল আলম বলেন, কারখানার দারোয়ান একটি শিশুর মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে আমাদেরকে জানায়। পরে আমরা শিশুটির মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি । তবে এই মুহূর্তে ওই শিশুটির কোন পরিচয় পাওয়া যায়নি। লাশের চেহারা ফেলে যাওয়ায় চেনা যাচ্ছেনা,তবে কারো শিশু নিখোঁজ হলে চমেক হাসপাতাল মর্গে বা সীতাকুণ্ড থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।













