২৬ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীর একটি বাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে এসআরটিবিডির সহযোগিতায় উপজেলার পৌরসভাস্থ আজিমপাড়া এলাকার মাস্টার কাজী বাড়ি থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদেরের নেতৃত্বে অজগরটি উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও এসআরটিবিডি সহযোগিতা পৌরসদরের আজিমপাড়া এলাকার মাস্টার কাজী বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। এটির ৯ ফুট লম্বা এবং ওজন ১০ কেজি।

তিনি আরও জানান, উদ্ধার করার পর সাপটিকে হাটহাজারী বন বিটের আওতাধীন গভীর বনে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন