বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যাবহার রোধে বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ নভেম্বর) সকালে বান্দরবান বাজার এলাকায় সরকার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই অভিযান পরিচালিত হয়।
এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী জরিমানাসহ ১০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এসময় দোকানের মালিক অর্থদণ্ড দেওয়া হয়।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, অপচনশীল পলিথিন মাটি ঊর্বরতা নষ্ট ছাড়াও পরিবেশ ভারসাম্য নষ্ট করে। এরই প্রেক্ষিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং বাজারজাতকরণ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রবীর কুমার বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মো. ফখর উদ্দিন চৌধুরী, পরিদর্শক মো. আশফাকুর রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।













