১০ নভেম্বর ২০২৫

চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা মামুন গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চেক প্রতারণা মামলায় জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার সাবেক নেতা সৈয়দ আল মামুনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ৩ টায় নগরীর লালদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদি যত প্লাটফর্ম লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আল তাশফিক বাংলাধারাকে জানান, কন্সট্রাকশনের পাইলিং সংক্রান্ত বিষয়ে চুক্তি অনুযায়ী পাওনা অর্থ আনুমানিক ৩০ লাখ ৫৬ হাজার টাকা পরিশোধ না করা পূর্বক প্রতারণা এবং বকেয়া না দেওয়ার জন্য হুমকি প্রদান করায় এই জামায়াত নেতার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন তিনি।

গ্রেফতার সৈয়দ আল মামুন স্বাদ ফুড এন্ড কোম্পানি’র ভাইস চেয়ারম্যান এবং ফিরোজা প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া কিছুদিন আগে আরও একটি অর্থ প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় তাকে। পরে জামিনে ছিলেন বলে জানা যায়।

কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ জাহিদুল কবির বাংলাধারাকে বলেন, চেক প্রতারণার মামলায় সৈয়দ আল মামুন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে কোতোয়ালী থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ