১০ নভেম্বর ২০২৫

পূজো দেখে ঘরে ফেরা হলো না মহানগর নিউজের রিপনের

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর খুলশি থানাধীন আমবাগান এলাকায় জগদ্ধাত্রী পূজা দেখে ঘরে ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহানগর নিউজের ভিডিও এডিটর রিপন দাশ ও তার বন্ধু।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে আমবাগান এলাকার রেলওয়ে ক্যান্টিন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, টাইগার পাস থেকে পাহাড়তলীর দিকে আসার পথে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুইজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরমধ্যে একজনকে হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি। অন্যজনকে মেডিক্যালের ক্যাজুয়ালিটিতে চিকিৎসা প্রদান করা হয়।

রিপন দাশের পরিবার জানান, আজ শুক্রবার (৪ নভেম্বর) ভোরে রিপন দাশ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রিপন তার বন্ধুকে নিয়ে জগদ্ধাত্রী পূজা দেখতে গিয়েছিল। আমবাগান এলাকার পূজা দেখে বের হওয়ার সময় সে ঘরে ফিরছে বলে জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে খবর পেয়ে তারা চমেক হাসপাতালে যায়। ইতোমধ্যে তার দাহকার্য সম্পন্ন হয়েছে। শেষযাত্রায় তার আত্মীয়-স্বজনের পাশাপাশি সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

রিপনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মহানগর নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক সরোজ বড়ুয়াসহ তার সহকর্মীরা।

উল্লেখ্য, রিপন দাশ নগরীর পাহাড়তলীর সাগরিকা এলাকা থাকতেন। তবে তার স্থায়ী নিবাস সাতকানিয়া উপজেলায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ