৭ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি পাগলা কুকুর মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নে হঠাৎ রাস্তাঘাটে যেখানে যাকে পেয়েছে সেখানে তাকে কামড় দিয়ে পালিয়ে যায়।

আহতরা হলেন, জান্নাতুল পুস্পা (৫), নেপাল (৪৫), আমান উল্লাহ (১৭), হাসান উল্লাহ (১৭).মাসুদুর (১৩). ফয়েজ ( ১৯), হাসান (৩৫), সিহাব( ১০), ডেইজি আক্তার (৩৮), উত্তম আলী (৫২) ও আবিদ (৮)।

উপরোক্ত চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। আহতদের প্রত্যেকের বাড়ি মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নের।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ