বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মারক সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এ দিবস পালন করে।
শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সমবায়ী মো. শহীদুল আলম। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায়ীদের স্মারক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক ইসমাত ফারজানা।













