মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরে (অর্থনৈতিক অঞ্চল) একটি নির্মাণাধীন চার তলা ভবন থেকে পড়ে মো. জামিনুর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে অর্থনৈতিক অঞ্চলের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নীলফামারীর বাসিন্দা বলে জানা গেছে। তিনি মাহী এন্টারপ্রাইজে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, নিহত জামিনুর মাহী এন্টারপ্রাইজের শ্রমিক ছিল। বসুন্ধরা গ্রুপের ভবণ নির্মানের কাজ করার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ মিরসরাই থানা পুলিশের হেফাজতে রয়েছে।













