আনোয়ারা প্রতিনিধি »
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দেশে আওয়ামী লীগ সরকারের আমলেই উন্নয়ন হয়। বিএনপি সরকারের সময় শুধুই লুটপাট হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সারাদেশে উন্নয়নের যে কর্মকাণ্ড চলছে তারই ধারাবাহিকতায় আনোয়ারায়ও নান্দনিক উপজেলা ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ব্যবস্থা ও নানা অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলছে। আগামীতে আনোয়ারা উপশহর হবে।
শনিবার দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদের উদ্যোগে নির্মিত বর্ষীয়ান রাজনীতিবীদ প্রয়াত ‘আখতারুজ্জামান বাবু স্মৃতি পার্ক ও ৮৩ কোটি টাকা ব্যয়ে ৪৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সালে আওয়ামীলীগকে নিশ্চিন্ন করার যে ষড়যন্ত্র হয়েছে তার থেকে মহান আল্লাহ আমাদের মহান নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানাকে বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি অনেক সংগ্রাম করে আওয়ামী লীগকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। আওয়ামীলীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল।তার প্রথম অপব্যববহার করেছে বিএনপি। ১৯৯১ সালে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়নি। আজকে বিএনপির মুখে তত্ত্বাবধায়ক সরকারের কথা মানায় না। তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি যদি নির্বাচনে না আসে কেউ বসে থাকবে না। আওয়ামীলীগ আন্দোলন সংগ্রামকে ভয় পায় না। আগামীতে আওয়ামী লীগও মাঠে থাকবে। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ জনসমুদ্রে রুপান্তরিত হবে।
আনোয়ারা উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ চৌধুরী এমপি, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মোমিন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, চেয়ারম্যানদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, অসীম কুমার দেব,কলিম উদ্দিন, হাসনাইন জলিল চৌধুরী শাকিল,আমিন শরীফ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, এম এ কাইয়ুম শাহ, মো. ইদ্রিচ, আজিজুল হক বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, ছগীর আজাদ,সাহাব উদ্দিন হেলাল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ চৌধুরী এমপি বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেক ধরনের মিথ্যাচার, গুজব ছড়ানো হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রতিচা ইউনিয়নে ১৭ থেকে ১৮০০ মানুষ সরকারি বিভিন্ন ভাতা পায়। আওয়ামীলীগ নেতাকর্মীদের এগুলোর কথা জনগণকে বলতে হবে।













