বাংলাধারা প্রতিবেদন »
বাকলিয়া ঘাটকূল এলাকায় নিহত মাদ্রাসা ছাত্র রাকিবুল ইসলাম রিকাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে বহদ্দারহাট মোড়ের খাজারোড এলাকার সর্বস্তরের জনসাধারনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় মো. আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো.আলমগীর, মো. রাজু, মো.টিটু, চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুল আলম শহীদ, মো. সৈয়দ, সোহেল সাইফুল, ইসমাঈল মির্জাসহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গত সোমবার বিকালে নিহত ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্র রাকিবুল ইসলাম রিকাত হত্যাকারীদের অবিলম্বে বিচার চায়। ইতিমধ্যে আটক তিনজনসহ পলাতক ২ জনকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে।













