৭ নভেম্বর ২০২৫

আলিয়া-রণবীরের ঘরে কন্যা সন্তানের আগমন

বাংলাধারা বিনোদন »

মা-বাবা হলেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। গত জুনে সবাইকে অবাক করে নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন আলিয়া ।

আলিয়া ভাট এবং রণবীর কাপুর ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় দম্পতি। ২০২২, ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে এই জুটির জন্য একটি দুর্দান্ত বছর হিসাবে পরিণত হয়েছে। সম্প্রতি এই তারকা দম্পতি অভিনীত চলচ্চিত্র ব্রহ্মাস্ত্র বক্স অফিসে ভালো করেছে। এই বছর ১৪ এপ্রিল, মুম্বাইয়ের বান্দ্রায় তাদের বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন আলিয়া-রণবীর। বিয়ের আগে এই দম্পতি পাঁচ বছর ধরে একে অপরকে ডেট করছিলেন।

উভয়ের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আলিয়ার সন্তানের আগমনের খবর শোনার জন্য। অবশেষে, সুখবর এসেছে! গিরগাঁওয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে দুজনেই তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান। দুপুর ১২.০৫ মিনিটে অভিনেত্রী তার কন্যা সন্তানের জন্ম দেন। কাপুর আর ভাট পরিবারে এখন বাঁধনহারা উচ্ছ্বাস।

আলিয়ার মা হওয়ার খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেট দুনিয়ায় সকলে আলিয়া আর রণবীর কাপুরকে অভিনন্দন জানাচ্ছেন।

জানা গেছে, প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। এখন মা আর শিশু দুজনেই সুস্থ আছেন। আলিয়ার ডেলিভারির সময় হাসপাতালে রণবীর ছাড়াও মা সোনি রাজদান আর শাশুড়ি নীতু কাপুর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ