২৮ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই ১৩ বসতঘর

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের (আমেনা রহমান স্কুল) সংলগ্ন মির্জ্জা গুষ্ঠীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে গেছে ১৩ বসতঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র।

ক্ষতিগ্রস্থরা হলেন— বুলু মাঝি, শাহ আলম, কামাল, জামাল, মদন, রমজান, মঙ্গল, বুলু, আবছার, শফি, হাকিম, জরি।

বাড়ির মালিক মদন জানান, শর্ট সার্কিট থেকে তার ঘরের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশ পাশের বসতবাড়িতে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে লামা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

জানা গেছে, পুড়ে যাওয়া ওইসব বসতবাড়িতে শিকলবাহা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা বসবাস করতেন।

লামা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমির আহমদ ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন