বাংলাধারা প্রতিবেদক »
নগরের চান্দগাঁও এলাকা থেকে একনলা বন্দুকসহ বিপ্লব উদ্দিন (৩৬) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-৭) সদস্যরা।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে শনিবার দুপুরে বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আতক বিপ্লব উদ্দিন নোয়াখালী জেলার হাতিয়া থানার চরবগুলা গ্রামের মৃত. আনোয়ার হোসেনের পুত্র।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, অবৈধ অস্ত্রটি দিয়ে বিপ্লব দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। একইসাথে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পেও এই অস্ত্র ব্যবহার করত।

র্যাবের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।’
গ্রেফতার আসামিকে এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাধারা/আরএইচআর













